সংবাদ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জে রুপগঞ্জ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৩৭০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল সেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী জনিকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব- ১১। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিংলাব গ্রামস্থ মোল্লা টাওয়ারের পাশে বালুর মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদচর্চাকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে এএসপি মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জনিকে ৩৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। যার বাজার মূল্য ১,১১,০০০/-(একলক্ষ এগার হাজার) টাকা। র্যাব আরও জানায়, ধৃত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসছিলো। ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।