আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলাউদ্দিন জিহাদীর জামিন

সংবাদচর্চা রিপোর্ট: মুফতি আলাউদ্দিন জিহাদী জামিন পেয়েছেন। ২৭ সেপ্টেম্বর ( রোববার ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন।

জামিনের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন। প্রসঙ্গত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে কটূক্তির অভিযোগে মুফতি আলাউদ্দিন জিহাদীকে গত ২০ সেপ্টেম্বর গ্রেফতার করেছে পুলিশ। দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশিদ ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের উপদেষ্টা ও
ফতুল্লার মাহমুদপুর আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীর ফেসবুক পেজ থেকে একটি আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়। সেই স্ট্যাটাসে সমালোচনা শুরু হয়। হেফাজত ও আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ণগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।