সংবাদচর্চা রিপোর্ট: আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী গ্রামে নৈশপ্রহরীকে জিম্মি করে ৯টি ষাড় গরু নিয়ে গেছেন ডাকাত দল। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে দিঘলদী গ্রামের আজাদ খান সোহাগ ও হাসান আল মামুনের মালিকানাধীন আজাদ আগ্রো ফার্মে। ডাকাতি হওয়া গরুর দাম প্রায় ১০ লাখ টাকা। ডাকাতরা এসময় দুই নৈশপ্রহরী রফিক ও রিফাতকে হা-পা বেধে পিটিয়ে মারাত্মক জখম করে।
আহত নৈশ প্রহরী ও স্থানীয়রা জানায়, ১০/১৫ জনের একদল ডাকাত রাত ২টার দিকে ট্রাক নিয়ে এসে নৈশ প্রহরীকে বেধে হাতুড়ি দিয়ে পেটায়। পরে তারা ফার্মের ৯টি ষাড় গরু ট্রাকে তুলের নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে জানান, গরুর খামারে ডাকাতি হওয়ার কথা শুনেছি। বাদী এসে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।