আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী নেতৃত্বের বিকাশ ঘটছে

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ১৬ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি অনুমোদন দিয়েছে। গত ১৯ সেপ্টেম্বর রূপগঞ্জ থানা মহিলা লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী ও সাধারণ সম্পাদক শ্রীমতি শীলা রানী পাল কমিটির কাগজে স্বাক্ষর করেছেন। নতুন কমিটির সভাপতি হয়েছেন জোসনা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আরজুদা বেগম। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- সাফিয়া বেগম, মিনারা বেগম, ফেরদৌসী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা, সাংগঠনিক সম্পাদক হাসি বেগম, ইসমত আরা, সুলতানা, দপ্তর সম্পাদক সাহিদা বেগম, কার্যকরি সদস্য সেলিনা, জিয়াসমিন, পারভীন,বিলকিস ,মধুমালা, মালা।

শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) রূপসী গাজী ভবনে কায়েতপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যবৃন্দ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেছেন। তারা মন্ত্রীর দোয়া নিয়েছেন। মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

নতুন কমিটির সদস্যদের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, সংগঠন পরিপন্থী কোনো কাজ করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কাজ করবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করবে।

তিনি আরো বলেন, সমাজের অর্ধেক নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগ সরকার নারীদের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারী নেতৃত্বের বিকাশ ঘটছে। এগিয়ে যাচ্ছে রূপগঞ্জের নারী সমাজ।

এসময় রূপগঞ্জ থানা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি ম‌হিউ‌দ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী জামান বেপারী, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি আ‌শিক ইকবাল, সাধারন সম্পাদক ‌মোস্তফা আল হোসাইন রা‌সেল, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি রুমা রহমান, সাধারন সম্পাদক শা‌কিলা আক্তার, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গ সভাপ‌তি ও ইউপি সদস্য ওমর ফারুক ভুঁইয়া, সাধারন সম্পাদক না‌দিম হো‌সেন অপু, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন শ্র‌মিকলী‌গের সভাপ‌তি আমান উল্লাহ, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারন সম্পাদক স্বর্ণালী আক্তারসহ নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।