সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট হইতে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিআরটিসির নতুন এসি বাসের উদ্বোধন করা হয়েছে।গতকাল নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এ বাসের উদ্বোধন করেন। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে নতুন বাসে ওঠেন। এরআগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, আড়াইহাজার বাসীর যাতায়াত ব্যবস্থা আরো সহজ করে দিতে বিআরটিসির নতুন এসি বাস উদ্বোধন করা হয়েছে।
এ সময় আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলীসহ বিআরটিসি গাড়ির কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ, যুবলীগ ,ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সাংসদ গাড়ির চাবি হস্তান্তর করেন।