আজ মঙ্গলবার, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই চেয়ারম্যানের লড়াই

নবকুমার: প্রার্থী কম থাকলেও জমে উঠেছে দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন । এবারের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। সাবেক দুই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করছে। বুধবার ( ২৩ সেপ্টেম্বর) ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এইদিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার মনোনয়নপত্র রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন। এর আগে রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
গতকাল বুধবার রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদচর্চাকে জানান, চেয়ারম্যান পদে মোট দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে শরিফ আহমেদ টুটুল স্বতন্ত্র প্রার্থী এবং নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার আওয়ামী লীগ মনোনীত । চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫ জন। মনোনয়নপত্র জমা দেননি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. হেলাল উদ্দিন সরকার।
প্রসঙ্গত , ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর শনিবার । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর শনিবার। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর। দাউদপুরে প্রায় ৩৩ হাজার ভোটার রয়েছে। এবারের নির্বাচনে সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী শরিফ আহমেদ টুটুল একটু কৌশলে রয়েছে। ক্ষমতাসীন দলের কিছু ভোট পেতে পারেন তিনি। তৃণমূল বিএনপির নেতা কর্মীরা তার পক্ষে রয়েছে।কর্মীরা পক্ষে থাকলেও তাঁদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া টুটুলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার পিছিয়ে নেই। তার পক্ষেও আওয়ামী লীগ ,যুবলীগ , ছাত্রলীগ , মহিলা লীগ , যুবমহিলা লীগসহ ক্ষমতাসীন দলের সকল সংগঠন কাজ করছে। দুই প্রার্থীই জনপ্রিয়। দেখার বিষয় কে জয়ী হয়।