আজ শনিবার, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


সংবাদচর্চা রিপোর্ট: গতকাল আড়াইহাজার উপজেলার পাঁচগাও এলাকার কর্মকার পাড়া মোড়ে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হোসেনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় পাঁচশত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও গ্যাস লাইনের রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। উপজেলা নির্বাহি অফিসার মোঃ সোহাগ হোসেন জানান, উপজেলায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলবে। তিতাস গ্যাস এর সহায়তায় পুরো আড়াইহাজার উপজেলায় অবৈধ সংযোগ সমূহকে ১৪ টি স্পটে বিভক্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে এই ১৪ টি স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অভিযান পরিচালনা কালে তিতাস গ্যাস সোনারগাঁও অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ মেজবাউর রহমান উপস্থিত ছিলেন। তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ সারা দেশের ন্যায় আড়াইহাজার উপজেলায় সকল প্রকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করবে। তিনি এ বিষয়ে সাধারণ জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি আরো জানান, এরূপ অবৈধ সংযোগের সাথে কারা জড়িত আছে এ বিষয়টি উদঘাটনের জন্য অভিযান এর পাশাপাশি থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে। যাতে করে ভবিষ্যতে কেউ এরূপ অবৈধ সংযোগ প্রদানের সাহস না দেখায়।