আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাপ্পা গাজীর অনুপ্রেরনায় যুবলীগের বৃক্ষরোপণ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ সে‌প্টেম্বর) বি‌কে‌লে উপজেলার প‌শ্চিমগাঁও দ‌ক্ষিনপাড়া সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠে এ বৃক্ষরোপন কর্মসূচী ও বৃ‌ক্ষের চারা বিতরণ করা হয়। মুজিববর্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” স্মরণে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরনায় কায়েতপাড়া ইউ‌নিয়ন যুবলী‌গ বৃক্ষরোপণ করে।

এ সময় কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি আশিক ইকবাল, সাধারন সম্পাদক মোস্তফা আল হোসাইন রা‌সেল, সাংগঠ‌নিক সম্পাদক দিল মোহাম্মদ দিলু, সাউদ মামুন, যুবলীগ নেতা সো‌হেল রানা, তালহা যুবা‌য়ের, মাহাবুবুর রহমান, হা‌নিফ গাজী, ‌মিজানুর রহমান, রা‌জিব আহ‌ম্মেদ যুবায়ের, র‌বিউল ইসলাম ও ইসমাইল হো‌সেনসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।