সংবাদচর্চা রিপোর্ট:
আরেক নাশকতা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন ও তার দুইছেলে। বুধবার সকালে, ২০১৮ সালের সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সিদ্ধিরগঞ্জ থানা মামলা নং ১৬(১০)১৮ ও ট্রাইব্যুনাল নং ৩৪/২০। এ দিন গিয়াসউদ্দিনের ছেলে জিএম সাদরিল একই মামলায় এ দিন জামিন পায়।
জানা যায়, নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য আইনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ দায়ের করা হয় একটি মামরায়। সে মামলায় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন, তার ছেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাড়ে ৩ শতাধীক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সেই সময়ের একটি মামলায় আজ আদালতে আত্মসমর্পন করে জামিন নেন তিনি।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মাসুম জানান, জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার ২০১৮ সালের অন্য একটি নাশকতা মামলায় জামিন পান তিনি।