আজ বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সিজারিয়ান অপারেশন চালু

সংবাদচর্চা রিপোর্ট: দীর্ঘ ১৮ মাস পর আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকালে অত্যন্ত সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। মা এবং বাচ্চা দুজনই সুস্থ আছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মা আফরোজের চেষ্টায় পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশন। আড়াইহাজার উপজেলায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সিজারিয়ান অপারেশনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষ জুনিয়র কনসালটেন্ট গাইনী সিনিয়র স্টাফ নার্স ওয়ার্ড বয় আয়া রয়েছে। এখন থেকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ