আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ১ লাখ ২০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা

এস.ডি রিপন মাহমুদ ॥ পিরোজপুরে প্রায় এক লাখ ২০ হাজার শিশুকে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর উপজেলার এক হাজার ৩৭৬টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৩ হাজার ৫০০ এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৬হাজার৮৮৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে বলে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত এক এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।

পিরোজপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ ক্যাম্পেইন প্রসঙ্গে বিস্তারিত জানান সিভিল সার্জন ডাঃ ফারুক আলম। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা প প কর্মকর্তা ডাঃ ইদ্রিস আলী মিয়া। এ সময় স্বাস্থ্য কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, বিটিভির প্রতিনিধি এস এম পারভেজ, সাংবাদিক ফিরোজ রব্বানি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।