আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মসজিদে বিস্ফোরণে নিহতের ঘটনায় জেলা আ.লীগের শোক

সংবাদচর্চা রিপোর্ট: ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিদগ্ধে নিহতের ঘটনায় মর্মাহত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। শনিবার ( ৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেন। সর্বশেষ পাওয়া তথ্য মতে বিস্ফোরণের ঘটনায় মসজিদের মোয়াজ্জিনসহ ২০ জন মুসল্লি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ।