নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।তিনি বলেন, “প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। দগ্ধদের ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”
এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে মসজিদের মুয়াজ্জিন ও শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, বর্তমানে এই হাসপাতালে দগ্ধ আরও ২৬ জন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।