আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুশিয়ারায় সরকারি জায়গা দখল করে অফিস নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের কুশিয়ারা গ্রামে সরকারী জায়গা দখল করে ব্যক্তিগত অফিস এবং দোকান নির্মাণ করছে স্থানীয় যুবলীগ নেতা মাসুদ রানা। সরেজমিনে দেখা গেছে কুশিয়ারা রাস্তার পাশে পাকা ঘর তৈরীর কাজ চলছে। জমিটির এসএ খতিয়ান নং ২৫৯ , দাগ নং ৩২৬। আরএস খতিয়ান নং ৭৯ , দাগ নং ৪৪৭। জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। সম্প্রতি চাকলা ইউনিয়নের কাকেশ্বরী নদীর দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বসবাসকারী ৩শ পরিবারকে উচ্ছেদ করেছে পাউবো। আর সেই পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে তিনি ব্যক্তিগত অফিস এবং দোকান নির্মাণ করছেন। এলাকাবাসী ও জনপ্রতিনিধি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী সংবাদচর্চাকে জানান, সরকারী জমি দখল করে অফিস এবং দোকান নির্মাণের কোনো অভিযোগ পাই নাই। আপনে সাংবাদিকের মাধ্যমে প্রথম জানতে পারলাম সরকারী জমি দখল করে অফিস নির্মাণের খবর । অভিযোগ পেলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাসুদ রানা কুশিয়ারা এলাকার কাদের (প্রা:) ছেলে। শুধু সরকারী জমি দখল নয় তাঁর বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও সুদের ব্যবসা করার অভিযোগ রয়েছে। এব্যাপারে মাসুদ রানা সংবাদচর্চাকে বলেন, আমার বাবার ১১ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ অবদায় গেছে । তিন শতাংশ জমি আমাদের রয়ে গেছে। উত্তরাধিকার সূত্রে জমিটি আমাদের দখলে রয়েছে। আমি সেই জমিতে একটি পাকা ঘর তৈরী করছি। সেই ঘরে ৩ টা রুম করা হবে। এক রুমে থাকবে আমার অফিস। অপর দুই রুমে ১০ টাকা কেজি দরের চাউল বিক্রি করা হবে। তিনি আরো বলেন, আমার ( মাসুদ রানা) নামে ১১ টি রাজনৈতিক প্রতিহিংসার মামলা রয়েছে। আমি এলাকায় আধিপত্য বিস্তার ও সুদের ব্যবসা করি না।