আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৪ নং ওয়ার্ডের রানীপুরা এলাকায় সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । শনিবার ( ২৯ আগস্ট) সকালে ভিত্তি প্রস্তর স্থাপন করেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। এসময় কাউন্সিলর জামাল হোসেন, সাফিয়া আক্তার ডলি, উপজেলা আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, ঠিকাদার ডাঃ ফয়সাল আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, সড়ক নির্মান একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম সোপান। বিভিন্ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে কাঞ্চন পৌরসভায় কয়েক কোটি টাকার সড়ক উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে। পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্ত করতে আগামী ২ বছরের মাঝে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে বলে ঘোষনা করেন মেয়র। এসময় পৌর এলাকা থেকে মাদক নির্মূলে জনগনের সহযোগীতা কামনা করেন তিনি।