সংবাদচর্চা রিপোর্ট:
আবারও আদালত পাড়ায় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মাস্ক না পরে চলাফেরা করায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতপাড়ায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, নাছরীন আক্তার, সানজিদা আক্তার অভিযান পরিচালনা করেন। এ সময়ে ১০জন ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যারা মাস্ক ব্যবহার করছে না। তাদের আমরা আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত বসিয়ে মাস্কবিহীন ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এর আগেও বেশ কয়েকবার আদালত পাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক বিহীন ব্যক্তিদের জরিমানা করা হয়েছে।