আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুল্লাহ (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব -১১ । রবিবার ( ১৬ আগস্ট) ভোরে গোপন সুত্রে র‌্যাব-১১ (ব্যাটালিয়ন সদর, নারায়ণগঞ্জ ) এর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ হাবিবুল্লাহ (৪০) মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ।

রবিবার বিকালে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি ( সিপিএসসি আদমজীনগর) মোঃ সুমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান , গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুল্লাহ এর বাড়ি আড়াইহাজার থানাধীন ডেমারচর এলাকায়। মোঃ হাবিবুল্লাহ আড়াইহাজার থানার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে নিজ বাড়িতে থেকেই কৌশলে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে বলে সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। সে আরও স্বীকার করে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা আড়াইহাজার থানা শহর ও এর আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।