সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জের কাঞ্চনে অবস্থিত গাজী পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা সাড়ে ২১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ১৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে রয়েছে ঢাকা, রূপগঞ্জ , আড়াইহাজার, সোনারগাঁ , বন্দর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার মানুষ।
শেষ খবর পাওয়া পর্যন্ত গাজী পিসিআর ল্যাবে মোট ২১ হাজার ৫শ ১৬ টি করোনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার ( ১৪ আগস্ট ) গাজী পিসিআর ল্যাব থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রথমদিকে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে। র্যাব ,পুলিশ , ম্যাজিস্ট্রেট , চিকিৎসক , জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গাজী পিসিআর ল্যাবে সরকার নির্ধারিত স্যাম্পল প্রতি ২০০ টাকা ফি তে করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছে। এছাড়া গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করেছে গাজী গ্রুপ।