বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির পিতা প্রয়াত পিতা গোলাম কিবরিয়া গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ আগষ্ট) বিকেলে রূপগঞ্জে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দ্বীন মোহাম্মদ দিলু, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ, রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমেন মোল্লা।
দোয়া মাহফিলে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিতা গোলাম কিবরিয়া গাজীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫-এর ১৫ আগস্টের সব শহীদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
এছাড়া শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াদেজ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ শেখ পরিবান এবং গোলাম দস্তগীর গাজী, তার স্ত্রী হাসিনা গাজী, পুত্র গোলাম মর্তুজা পাপ্পা গাজীসহ গাজী পরিবারের জীবিত সকল সদস্যের জন্য দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের নেত্রী লাখি আক্তার প্রমুখ।
উল্লেখ্য, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে পরপর তিনবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং ৮ জানুয়ারি, ২০১৯ তারিখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি কে ‘স্বাধীনতা পুরস্কার – ২০২০ প্রদান করা হয়েছে। এছাড়া তিনি ব্যক্তি পর্যায়ে ২০১২-১৩ কর বর্ষে দেশের ১০ম সর্বোচ্চ করদাতা, ২০১৩-১৪ কর বর্ষে ৩য় সর্বোচ্চ করদাতা, ২০১৪-১৫ কর বর্ষে ৮ম সর্বে