আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে যা বললেন আইভী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : আমি আজকে কিছু বলার জন্য আসিনি। আমি শুধু ক্লাব মেম্বার এবং প্রার্থীদের আয়োজন উপভোগ করতে এসেছি। আমি আপনাদের মতই ক্লাবের একজন সাধারণ মেম্বার। চিত্র নায়িকা অপু বিশ্বাস যেহেতু আমাকে কিছু কথা বলতে বলেছে, তাই তাকে সম্মান করেই বলছি। মানুষের জীবনে হার জিত থাকেই। খারাপ ভাল মিলিয়ে মানুষের জীবন। নারীদের ক্ষেত্রে কিছু হলেই সমাজ নারীদের দিকেই আঙ্গুল তোলে। দোষ হোক যে কারো, সেটা নারীদের উপর দিয়েই যাবে। সে ক্ষেত্রে আপনাকে বলছি আত্মবিশ্বাসী হতে হবে।

আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে। যার সাহস আছে সেই আগাতে পারে। অপু বিশ্বাস যদি ব্যক্তি জীবনে পরিষ্কার থাকেন তবে অপনাকে বলছি। ভয় পাওয়ার কিছু নেই। সত্যকে মেনে নিতে হবে, নিজের সাথে প্রতারণা করা যাবে না। সত্য যত কঠিনই হোক তাকে প্রকাশ করতে হবে। সেটা যে ক্ষেত্রেই হোক। সামাজিক, রাজনৈতিক কিংবা ব্যক্তি জীবন।
সোমবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মাসুম ও সিনিয়র সহ-সভাপতি প্রার্থী ইকবাল হাবিব। অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং চিত্র নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাথে কথা বলার সময় মেয়র আইভী এসব কথা বলেন।