আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বেতন-বোনাসের দাবীতে মিছিল

নারায়ণগঞ্জে ফকির নীটওয়্যার গার্মেন্টস শ্রমিকদের ঈদের আগে বেতন-বোনাস দেয়ার দাবীতে বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে তারা ফকির নীটওয়্যার সাময়িক বরখাস্ত শ্রমিকদের চাকুরিতে পূর্ণবহালের দাবী জানান। পরে তারার শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে মিছিল করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (জিটিইউসি)’র উদ্যোগে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মালিকপক্ষ ফকির নীটের শতাধিক শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। শ্রমিকরা করোনা দুর্যোগের মধ্যে মানবেতর জীবন-যাপন করছে। বেতন না পেয়ে তাদের জীবন পরিচালনা করা কষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও তারা রাসেল গার্মেন্টসের ৫ গর্ভবতী নারী শ্রমিকের মাতৃত্বকালীন সুবিধা প্রদান ও ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ বেসিক বেতনের সমান ঈদ বোনাস পরিশোধের দাবি জানান।

সমাবেশে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন সংগঠনের কেন্দ্রিয় কমিটির নেতা দুলাল সাহা, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস, ফকির নীটের শ্রমিক মনোয়ার হোসেন ও সানোয়ারা বেগম প্রমূখ।