আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কাউটস জেলা রোভারের সুরক্ষা সামগ্রী বিতরণ

সংবাদচর্চা অনলাইন:

সাধারণ মানুষের সচেতনতার লক্ষ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ স্কাউটস জেলা রোভার। শনিবার সকালে নগরীর চাষাড়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটস কমিশনার আরিফ মিহির, যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, কোষাদক্ষ প্রদীপ কুমার দাস, মেহেদী, রবি হোসেন, কবির প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা রোভাবের সভাপতি জেলা প্রশাসক জসীম উদ্দিনের নির্দেশনায় আমরা সাধারণ মানুষকে সচেতনতার লক্ষে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক বিতরণ করেছি। আমরা চাই মানুষকে বেশি বেশি সচেতন করতে। সাধারণ মানুষ সচেতন হলেই করোনা প্রতিরোধ করা সম্ভব।

সর্বশেষ সংবাদ