বিশেষ প্রতিবেদক
সামনেই ঈদ-উল-আযহা। কোরবানির এই ঈদকে ঘিরে অধিকাংশ মানুষের মধ্যে পশু কেনা-বেচা কিংবা গরুর হাট নিয়ে একরকম আলোচনা থাকে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে তেমন আলোচনা নেই। তবে, কেমন হবে গরুর হাট? এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এদিকে এখনও পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে কোন গরুর হাটের অনুমতি দেয়া হয়নি।
এবারের গরুর হাটের বিষয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, এখনও পর্যন্ত কোন হাটের অনুমোদন দেয়া হয়নি। তবে আমরা হাট কমিয়ে আনার জন্য বলেছি। আর যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর কথা বলা হয়েছে।
অনলাইন হাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনলাইনে পশু বেচাকেনার বিষয়ে পরমর্শ দেয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে তাদের সকলকে সার্বিকভাবে সাহায্য করা হবে। এ নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে।