আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূলতা-কায়েতপাড়ায় ছাত্রলীগের বৃক্ষরোপন

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে বৃক্ষরোপন করেছে ছাত্রলীগ। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় মঙ্গলবার (৩০ জুন) রূপগঞ্জ উপজেলার ভূলতা এবং কায়েতপাড়ায় ইউনিয়নে বৃক্ষরোপন করা হয়। পৃথক বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সহ সভাপতি নাজমুল সবুজ, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম রাফি,রামিম হাসান,সৈকত,নাফিস,জিসান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিন,তুষার, সাব্বির, রাসেল ,তম্নয়,শওকত আলী প্রমুখ।