গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে আরোও ৭০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
২৯ জুন সোমবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের থেকে নতুন শনাক্ত হওয়া এসব রোগীর তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ৪৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য করোনা ল্যাবে পাঠানো হয়। এদের ৭০ জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া এসব রোগীদের নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৯১ জনে। নতুন করে মৃত্যু হয়েছে আরো ০১ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১১৪। নতুন করে সুস্থ হয়েছে ৪৮৯জন। এখন পর্যন্ত মোট ২৯৬২ জন সুস্থ হয়েছেন।
এতে আরো জানানো হয়, সিটি কর্পোরেশন এলাকার ১৮২ জনের নমুনা সংগ্রহ করে ৩৪ জন, সদর উপজেলার ৪৫ টি নমুনা পরীক্ষা করে ০৬ জন, বন্দর উপজেলার ২৫ টি নমুনা পরীক্ষা করে ০৫ জন, আড়াইহাজারে ৩০ টি নমুনা পরীক্ষা করে ০৫ জন এবং সোনারগাঁ উপজেলার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া রূপগঞ্জে ১৩৫ টি নমুনা সংগ্রহ করে ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সোনারগাঁ উপজেলায় ৬০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মোট ৪৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭০ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নগর এলাকায় ৩৪ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১ জনের।