আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

একই দিনে বাংলাদেশ ও ভারতে ‘নূর জাহান’

বিনোদন: পোড়ামন-২’ ছবির আগে ‘নূর জাহান’ ছবির শুটিং শেষ করেন মডেল ও অভিনেত্রী পূজা চেরি। আসছে নতুন বছরে ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি একই দিনে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। খবরটি নিশ্চিত করেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। পূজা চেরি বলেন, এ ছবিতে থাকছে দুই কিশোর-কিশোরীর হৃদয়ছোঁয়া প্রেমের গল্প। এটি মূলত ফুল লাভ স্টোরি। একটা ছেলে একটা মেয়ের জীবনে কি প্রভাব রাখে কিংবা একটা মেয়ে একটা ছেলের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে পারে সেটাই দেখা যাবে এই ছবিতে।
এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আদৃত। এ ছবিতে নূর চরিত্রে ভারতের আদৃত এবং জাহান চরিত্রে অভিনয় করেছি আমি। ‘নূর জাহান’ পরিচালনা করছেন অভিমন্যু মুখার্জি।