সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরীর একটি ফ্যাক্টরীর সামনে থেকে দুই নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বিসিকের ২ নম্বর সড়কের ৫ নম্বর গলির রাস্তার উপর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দুই ব্যক্তি রাস্তার উপর শুয়ে ছিলেন। সুতাভর্তি একটি কাভার্ডভ্যান পেছনের দিকে যাবার সময় দুইজনকে পিষে দেয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
তিনি জানান, নিহত দুই ব্যক্তি হলেন, নাটোরের সিংড়া থানার কাদিরগাছার মৃত তাইজুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৭০) এবং লালমনিরহাটের জলঢাকা থানার কৈমারী দোলাপাড়ার শ্রী সুরেন চন্দ্র রাায়ের ছেলে শ্রী লাল চাঁদ রায় (৩৮)। তারা উভয়ই নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর ২ নম্বর সড়কের ৫ নম্বর গলির লতিফ নিটিং মিলস্ লিমিটেড কারখানার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নিহত আশরাফুল ইসলামের ছেলে আমিনুল হক (৩০) বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ্য করেন, তার পিতা আশরাফুল ইসলাম ফতুল্লার কাশীপুর ইউনিয়নের দেওয়ানবাড়ি এলাকার শামসুল হাজীর ভাড়া বাড়িতে থাকতেন। অন্যদিকে তার পিতার সহকর্মী নিহত লাল চাঁদ রায় এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় বসবাস করতেন।
গত ২২ জুন রাত ৮টা থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত ১২ ঘন্টার নাইটগার্ডের ডিউটি ছিল তাদের। রাতে দায়িত্বরত অবস্থায় তারা রাস্তার উপর ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে চারটার দিকে একটি মালবাহী দ্রুতগামী তাদের ট্রাক পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান তারা।
এই মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক আজগর হোসেন বলেন, কাভার্ডভ্যানটি আমরা জব্দ করেছি। তবে চালককে পাওয়া যায়নি