সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৯৪৬ জন। মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। সোমবার (২২ জুন) রূপগঞ্জ উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাস প্রতিরোধ কমিটি জানান , আক্রান্তের সংখ্যা তারাব পৌরসভায় ২৮৪ জন, কাঞ্চন পৌরসভায় ৫১জন, দাউদপুর ২২ জন, রূপগঞ্জ ১০৭ জন, কায়েতপাড়া ৪৯ জন, ভোলাব ১১জন, গোলাকান্দাইলে ৬৯ জন ,ভূলতায় ৯৩ জন ,মুড়াপাড়ায় ৬৮ জন, অন্যান্য ১৯২ জন। মোট সুস্থ হয়েছে ১৯২ জন।