সংবাদচর্চা অনলাইনঃ
করোনার হটস্পট নারায়ণগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে সনাক্ত হয়েছেন ৮২ জন। নতুন করে মৃতের সংখ্যা না থাকায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১১৮ জন। এ নিয়ে জেলায় মোট ৪ হাজার ৩৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত চব্বিশ ঘন্টায় ৮২ জন করোনা সনাক্ত হয়েছে।এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১১ জন, সদর উপজেলার ১৭ জন, রূপগঞ্জ উপজেলায় ৩০ জন, বন্দর উপজেলার ২ জন, আড়াইহাজা উপজেলায় ১৫ জন ও সোনারগাঁ উপজেলায় ৭ জন সনাক্ত হয়েছে । নতুন ১১৮ জন সুস্থের সবাই সোনারগাঁ উপজেলার বাসিন্দা।
একইসাথে সিটি কর্পোরেশন এলাকায় মোট মৃত্যের ৫৭ জন মারা গেছেন ও আক্রান্ত ১ হাজার ৫৪৭ জন। এই বিবেচনায় সর্বাধিক ঝুকিপূর্ণ এলাকা সিটি কর্পোরেশন হওয়ায় এই অঞ্চলটির অধিকাংশ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ড. ইমতিয়াজ দৈনিক সংবাদচর্চাকে বলেন, আমরা ঝুকিপূর্ণ এলাকাগুলো ম্যাপিং করছি, আরও কয়েকদিন সময় লাগবে। আগামী সপ্তাহের মধ্যেই সিটি কর্পোরেশন এলাকাসহ দুইটি উপজেলা (সদর ও আড়াইহাজার) ও অন্যান্য উপজেলার রেডজোন এলাকাগুলো লকডাউন করা হবে।
এই পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ১৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।গত চব্বিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৭৭ জনের। উপজেলা ভিত্তিক বিবেচনায়, সদরে মারা গেছেন ২১ জন ও আক্রান্ত ১ হাজার ১৩০ জন। বন্দরে আক্রান্তের সংখ্যা ১৩১ ও মারা গেছেন ৩ জন।রূপগঞ্জে মারা গেছেন ২ জন ও ৭৮৯ জন আক্রান্ত। আড়াইহাজারে আক্রান্ত ৪১৪ ও মারা গেছেন ৩ জন এবং সোনারগাঁয়ে আক্রান্ত ৩৬১ ও মারা গেছেন ১৩ জন।