আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ক্লাস সেবা নিয়ে না.গঞ্জের সাদিকের ‘লিডসাস’

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনার এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়া সচল রাখতে শিক্ষাপ্রতিতষ্ঠানগুলোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে দেশের প্রথম শিক্ষাবিষয়ক ওয়ান স্টপ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান লিডসাস লিমিটেড। প্রতিষ্ঠানটি শুরু থেকেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। ২০১৫ সাল থেকে লিপসাসের পথচলা শুরু। সাদিক আল সরকার নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেকের নুরুজ্জামান সরকারের ছেলে।

লিডসাসের প্রতিষ্ঠাতা সাদিক আল সরকারের আইডিয়ায় তাদের ইনোভেশন টিম তৈরি করেছে ‘লিডসাস অনলাইন ক্লাস রুম সফটওয়্যার’। যা গুগল প্লে স্টোরে ংধং ড়হষরহব পষধংংৎড়ড়স নামে পাওয়া যাবে বলে জানান সাদিক। লিডসাস এর মধ্যেই পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী, পৃথিবীর দ্রুততম মানব ক্যালকুলেটর ভানু প্রকাশের নিজস্ব প্রতিষ্ঠান এক্সপ্লোরিং ইনফিনিটিজের পার্টনার লিডসাস।

লিডসাস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাদিক আল সরকার বলেন, একটা আধুনিক প্রতিষ্ঠানের যে সার্ভিসগুলো প্রয়োজন, তা কেউই একসঙ্গে দিচ্ছে না। আমরা ওই সকল সার্ভিস দিচ্ছি। ‘জুলাইয়ের প্রথম দিকে এই অ্যাপ্লিকেশন বাজারে ছাড়া হবে। প্রথমে তারা লিডসাসের এনলিস্টেড রেগুলার ক্লাইন্ট স্কুল কলেজগুলোতে এই সেবা প্রদান করবেন।’

তিনি আরো বলেন, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মতো দক্ষতা বাংলাদের তরুণদের আছে।

যারা উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশে সাদিক আল সরকার বলেন, ‘উদ্যোক্তা হতে গেলে তাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে। নিজের উপর এবং সৃষ্টি কর্তার উপর বিশ্বা থাকতে হবে। অন্য কারো উপর নির্ভর করা যাবেনা। যে বিষয়টা নিয়ে কাজ করবে, সেটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মানুষিকভাবে শক্তিশালী হতে হবে, তা না হলে ভালো কিছু করা সম্ভব না। ‘ধাপে ধাপে আমরা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এই সেবা ছড়িয়ে দিতে চাই। এবং ৩য় ধাপে দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেবা প্রদান করবো। ওই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।