নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সেন্ট্রাল লঞ্চ ঘাটে যাত্রী চলাচলে সর্বাত্মক সুরক্ষার দিকে নজর দিয়েছে বিআইডাবলিউটিএ ও লঞ্চ মালিক কর্তিপক্ষ। যাত্রীদের জন্য ঘাটের প্রবেশদ্বারে বসানো হয়েছে জীবানুনাশক টানেল এবং ভেতরে রয়েছে হাত ধোঁয়ার ব্যবস্থা । তবে এর পাশেই বন্দর খেঁয়া ঘাটে চলাচলকারী নৌকায় কোন সাস্থবিধি মানা হচ্ছে না।
সরেজমিনে দেখাযায়, লঞ্চ ঘাটে প্রবেশ পথে মূল গেটে বসানো হয়েছে একটি জীবানুনাশক টানেল। এবং ঘাটের ভেতরেও হাত ধোঁয়ার জন্য সাবান ও দুইটি ভেসিনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া লঞ্চে উঠার সময়ও যাত্রীদের মুখে মাস্ক ও সামাজিক দুরত্বর মানার বিষয়ে পুলিশের তৎপরতা ছিল চোখে পরার মত। তবে এর পুরো উল্ট চিত্র দেখা গেল বন্দর খেঁয়া ঘাটে। প্রতিদিন এ ঘাট দিয়ে পারাপার হয় হাজারো মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষের আনাগোনা থাকলেও এ ঘাটে নেই যাত্রীদের কোন সুরোক্ষা ব্যবস্থা। স্বাভাবিক সময়য়ের মত এক নৌকাতে গাদাগাদি করে উঠছে অনেক লোক। ট্রলারেও একিভাবে ঠেলাঠেলি করে মানুষ কে উঠতে দেখা যায়। যাত্রারী নৌকা ও ট্রলারে উঠতে গিয়ে সামাজিক দুরত্ব তিন ফুট তো দূরের কথা তিন ইঞ্চিও মানছে না। এতে করে এ ঘাটে চলাচল করী মানুষ কতটা সুরক্ষিত ভাবে বাড়ি ফিরছে তা নিয়ে সন্দেহ থেকেই যায়।
সচেতন মহলের মতে, ঘাটে দ্রুত যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা করা প্রয়জন। তা না হলে শহর বন্দর দুই জায়গার মানুষেরই কোরানা আক্রান্ত আসংঙ্কা বেড়েছে কয়েকগুন । তাই শহরে সকল প্রবেশ পথেই মানুষের জন্য সুরখ্যা ব্যবস্থা নিয়ে সংলিষ্ট কর্তিপক্ষকে কঠর ব্যবস্থা গ্রহন করতে হবে।