সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার ২ আসামী গ্রেফতার। আটককৃত দুই আসামী সেন্টু (৩৫) ও মামুন (৩০) কে ২৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার ২রা জুন রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রীজের পশ্চিম ঢালে শিমরাইল সাজেদা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন পিপিএম নেতৃত্বে এসআই গৌতম তেওয়ারী ও এএসআই হুমায়ুন কবির এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, গ্রেফতারকৃত সেন্টু সিদ্ধিরগঞ্জের হিরাঝলি এলাকার মৃত মাওলা বক্স এর ছেলে। গ্রেফতার কৃত আরেক আসামী মামুন সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী বাজার এলাকার মৃত আবু সাইদের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শিমরাইল এলাকা থেকে ২৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী সেন্টু ও মামুন কে গ্রেফতার করা হয়েছে। তারা সিদ্ধিরগঞ্জ থানা এলাকার দূধর্ষ ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বিবিন্ন থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ১১টি মামলা রয়েছে। মঙ্গলবার (০২ জুন) দুপুরে তাদেরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।