আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদি গ্রামে হাবিবা আক্তার (১৭) নামে এক মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শোবার ঘরের পেছনে একটি আমগাছের ঢালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে ।

মঙ্গলবার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বুধবার ( ২৭ মে ) সংবাদচর্চাকে এসব তথ্য  নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম।  হাবিবা আক্তার (১৭)  ব্রাহ্মন্দী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মারুয়াদি এলাকার আব্দুল বারেকের মেয়ে। সে এসএসসি পাশ করে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি  হয়েছিলো।