সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ উপজেলা যুবলীগ রাতের আধারে বাড়ী বাড়ী ঈদ উপহার পৌছে দিয়েছে। শনিবার রাতে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন এবং দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন । করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শুরু থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছে রূপগঞ্জ উপজেলা যুবলীগ। সংগঠনটির নেতাকর্মীরা জনগণকে সচেতন এবং করোনা প্রতিরোধে সড়কে জীবাণুনাশক স্প্রে করেছে। তাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। যুবলীগের ঈদ উপহার পেয়ে আনন্দিত এলাকাবাসী।
প্রসঙ্গত রূপগঞ্জে সকল শ্রেণী পেশার মানুষ ঈদ উপহার পেয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার বেতনের টাকা দিয়ে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের ঈদ বোনাস দিয়েছেন। মন্ত্রীর পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করেছেন। জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার ১০ হাজার পরিবারের মাঝে বিতরণ করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।