সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার পূর্ব ইসদাইর যুব উন্নয়ন সংসদের উদ্যেগে প্রায় ৪০০ অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৩ মে সন্ধায় ইসদাইর সুর্গন্ধা আবাসিক এলাকায় সমাজ সেবক মো. নাছির ও সিদ্দিক সকলের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।
বিতরন শেষে নাছির বলেন, যুবকরাই পারে সমাজের উন্নতি ও সমাজকে সুন্দর রাখতে। কারন যুবকরাই আগামি দিনের আশার আলো। এই যুবকরা যদি মাদক, মারামারি, ইভটিজিং থেকে বিরত থাকে তাহলে সমাজ খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। আর সমাজের উন্নতি হলে শহরের উন্নতি হয়। আর শহর উন্নতি হলে দেশ। এমন করে আমরা খুব অল্প সময় উন্নত বিশ্বের কাছে মাথা তুলে দাড়াঁতে পারবো। তাই সব সময় আমি ব্যক্তিগত ভাবে যুবকদের পাশে থাকার চেষ্টা করি। তাদের সকল ভালো কাজে সব সময় সাথে আছি আর সব সময় থাকবো।
তিনি আরও বলেন, পূর্ব ইসদাইর যুব উন্নয়ন সংসদের সকল সদস্যদের আমার খুবই ভালো লাগে। কারন আমি দেখেছি যে কোনো বিপদে সাধারন মানুষের পাশে থাকার চেষ্টা করে এই সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আজগর ও জলিল। পূর্ব ইসদাইর যুব উন্নয়ন সংসদের নাহিয়ান আজম ইভন।
এসএস/এসএমআর