সংবাদচর্চা রিপোর্ট:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিজড়া (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় এই সহায়তা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও তারাব পৌর যুবদলের আহবায়ক মো.আফজাল কবির। এসময় উপজেলার হিজড়া সম্প্রদায় নেত্রী চামেলী ও অন্তরার হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
এসময় উপস্থি ছিলেন, তারাব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, কাউছার আলম, আবু তাহের মিয়া, কুতুব উদ্দিন, আরিফ হোসেন, মনির হোসেন, বকুল মিয়া, সোহেল মিয়াসহ আরো অনেকে।