আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে ৭৮ জন পুলিশ সদস্য করোনা মুক্ত

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ১৩৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে । তার মধ্যে ৭৮ জন সুস্থ হয়েছে। ৯ জন সদস্য হাসপাতালে চিকিৎসাধীন এবং ৪৯ জন সদস্য আইসোলেশনে আছেন। এদের মধ্যে ২২ জনের প্রথমবার নেগেটিভ রিপোর্ট এসেছে। আশা করা যাচ্ছে তারাও দ্রুত সুস্থ হয়ে যাবে। শনিবার ( ২৩ মে ) নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাদের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

স্ট্যাটাসে জানিয়েছে  নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সঠিক পরিচর্যা এবং মনোবল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এ সফলতা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। ঢাকা রেঞ্জের  ডিআইজি হাবিবুর রহমানের দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের  আন্তরিক প্রচেষ্টায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যগণ দ্রুত আরোগ্য লাভ করেছেন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ও তাদের পরিচর্যা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।