সংবাদচর্চা রিপোর্ট
পকেট খরচের অর্থ জমিয়ে প্রায় চল্লিশটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রূপগঞ্জের একদল শিক্ষার্থী। তাদের মাধ্যমে গড়ে তোলা সংগঠন সোনার মদিনা যুব কাফেলা এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
বুধবার (২০ মে) রূপগঞ্জের ডহরগাঁও এলাকার দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।
ঈদ উপহারের মধ্যে ছিল, চাল, ডাল, তেল,আলু, পেঁয়াজ, চিনি, সেমাই, দুধ এবং ১টি করে মুরগী। করোনা কালে সাধ্যের মধ্যে মানুষের পাশে দাঁড়াতে গিয়েই এই আয়োজন বলে জানায় সংগঠনটির অর্থসম্পাদক রায়হান মিয়া।
সংগঠনের সভাপতি ওয়ালিউল্লাহ ভূঁইয়া জানান, করোনাকালে প্রতিবেশীদের প্রয়োজনে পাশে দাঁড়াতে গিয়েই নিজেরা সংগঠিত হয়েছেন। আগামীতেও কোভিড-১৯ মোকাবেলায় মানুষের পাশে আমরা থাকবো।
উপহার সামগ্রী পৌঁছে দেয়ার সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি ডালিম চৌধুরি, সাধারন সম্পাদক সুর মোহাম্মদ, সহ সাধারন সম্পাদক মো. সাদেক মিয়া, সাংগঠনিক সম্পাদক রাজিব প্রধানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন৷