সংবাদচর্চা রিপোর্ট:
করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে কেউ মসজিদের বাইরে ঈদ জামাত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। বুধবার ( ২০ মে) তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য অনুরোধ। মসজিদের বাইরে কেউ জামাত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
ডিসি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলার ২৯২৫টি মসজিদের জন্য জাতির পিতার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী করোনার এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হিসাবে ১৪৬২৫০০০/ টাকা প্রদান করেন ।মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। নারায়ণগঞ্জের ধর্মপ্রাণ মানুষ তথা আলেম সমাজ এতে অসম্ভব উপকৃত হবে। আমরা আগামীকাল অথবা পরের দিন উপজেলা নির্বাহী অফিসার দের মাধ্যমে পৌঁছে দেওয়া নিশ্চিত করে ফেলব । কেউ না পেয়ে থাকলে বা বঞ্চিত হলে অবশ্যই ইউএনওদের জানাবেন।