সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর নির্দেশনায় করোনাভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া কর্মহীন ও দরিদ্র ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন বিএম আতিকুর রহমান আতিক। শনি ও রবিবার তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর পাশাপাশি তিনি ঈদ উপলক্ষে গতকাল ২ হাজার র্টি-শার্ট বিতরণ করেছেন। তার দেয়া শার্ট পেয়েছে স্থানীয় ছাত্রলীগ সহ বিভিন্ন পেশার মানুষ। এর আগেও তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।