আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে খেলাফত মজলিসের খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট

খেলাফত মজলিস রুপগঞ্জ থানা শাখার উদ্যোগে অসহায়, দরিদ্র ও কর্মহীন ৭৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) সারা জেলার ন্যায় রূপগঞ্জে এ কর্মসূচী পালন করে খেলাফত মজলিসের নেতাকর্মীরা।

খেলাফত মজলিস রুপগঞ্জ থানা সহ-সভাপতি মাওলানা শরীফুল ইসলাম এই খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

বিতরণ কার্যক্রমে মাওলানা শরীফুল ইসলাম বলেন, জাতির এই সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। সরকার মুখে উন্নয়নের ফিরিস্তি গাইলেও বাস্তবে তাঁর প্রতিফলন নেই। সরকারের উচিত প্রতিটি জনগণের খাদ্যের ব্যবস্হা করা। খেলাফত মজলিস মানুষের পাশে এগিয়ে এসেছে মানবতার কল্যাণে।

এসময় আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি এমদাদুল ইসলাম, আড়াইহাজার থানা সভাপতি মাওলানা শাইখুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন সভাপতি মাওলানা মোবারক হুসাইন, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাদী প্রমূখ।