আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

থানায় অভিযোগ দেয়ায় মুঠোফোনে হুমকি

সংবাদচর্চা রিপোর্ট

ফতুল্লার বটতলা এলাকায় কোন ভাবেই থামছে না কছুর উদ্দিনের পরিবারের দাপট। বিবাদমান ৩ ফুট জমির জন্য আদালতের আশ্রয়ের বদলে ক্রমশই হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুর রহমান। এনিয়ে একাধিকবার থানা পুলিশকে অবগত করা হলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছেনা পুলিশ। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে আব্দুর রহমান সহ তার পরিবার।

গত, ১০ মে ভুক্তভোগী আব্দুর রহমান ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে বলেন, আমাদের জায়গা দখলের জন্য বাড়ির দেয়াল ভেঙ্গে ভাড়াটিয়ার ঘরে ময়লা পানি প্রবেশ করায় কছুর উদ্দিনের ছেলে মামুন ও হীরা। এর প্রতিবাদ করলে তারা উল্টো আমাদের গালিগালাজ করে এবং বিভিন্ন হুমকি ধামকি দেয়। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করলে কছুর মাস্টারের নাতি সাজেন তার মামার মাধ্যমে মুঠোফোনে আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং হুমকি ধামকি দেয়। (মুঠোফোনের বক্তব্যের রেকর্ড এবং থানায় অভিযোগের কপি প্রতিবেদকের নিকট সংরক্ষণ করা আছে)।

এ ঘটনার পর থেকে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়া বিভিন্ন সময় আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত।

তিনি আরও বলেন, কছুর উদ্দিন ও তার পরিবার যেই ৩ ফুট জায়গা দাবী করছে সেটি সত্য নয়। আমরা জমি পরিমাপক দের নিয়ে এসে জমি মাপ দেয়া এবং কাগজপত্র মিলিয়ে দেখার অনুরোধ করছি। কিন্তু তারা কোন অনুরোধ না মেনে উল্টো আমাদের জায়গায় ময়লা পানি ও আবর্জনা ছুড়ে ফেলে আমাদের বিরক্ত করে আসছে।