রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুলাল ওরফে টেটা দুলাল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুলাল ওরফে টেটা দুলাল তারাব পৌরসভার বরপা এলাকার তৈয়ব আলী মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) হারেজ মিয়া জানান, দুলাল ওরফে টেটা দুলাল তারাব পৌরসভার বরপা ও মাসাব ও আশ-পাশের এলাকায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। এলাকাবাসী জানায় দুলালর ওরফে টেটা দুলালের বিরুদ্ধে ছিনতাই, চাদাঁবাজিসহ বিভিন্ন আপরাধমুলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চলমান রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার দুপুরে দুলাল ওরফে টেটা দুলাল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুলাল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।