আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জালকুড়িতে জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট:

পবিত্র রমজানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এবং প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে শারীরিক দুরত্ব নিশ্চিতকরণ কার্যক্রমের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার  ১০ মে  নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় মূল্যতালিকা প্রদর্শন না করা, সঠিকভাবে সবগুলো পণ্য তালিকাভুক্ত না করা, নির্ধারিত তালিকাভুক্ত মূল্যের চেয়ে পণ্যের মূল্য বেশি রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে পাঁচটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে বাজারে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণের জন্যে প্রচারণা চালানো হয়েছে।