আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে বিস্ফোরণে অন্তঃস্বত্তা নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পাঁচ তলা একটি ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে দুই ভাইসহ এক অন্তঃস্বত্তা নারী নিহত হয়েছে। শুক্রবার (৮ মে) ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার উইলসন কবরস্থান রোড এর ৪৬১/১ নম্বরের রফিকুল ইসলাম হাসানের মালিকানাধিন ৫ তল ভবনের নিচতলায় মর্মান্তিক ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দিঘিরপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে মাসনুন (৮) ও জিসান (১২), চার মাসের অন্তঃস্বত্তা নারী লাবনী আক্তার (২৮)।

আহতরা হলেন, নিহত দুই শিশুর মা লামিয়া (৩০), প্রতিবেশি তামান্না (২২), মো. রুবেল শেখ (২০), মো. শরীফ (৪৫), মো. লেকমত শেখ(৫৫) ও মিয়া ভাই (৪৫)। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বন্দর থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, ২২নং ওয়ার্ডের রফিকুল ইসলাম হাসানের বাড়ির ২জন এবং পাশের বাড়ির একজনসহ ৩জন মারা গেছেন। স্বাভাবিকভাবেই ট্যাঙ্কি বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস  জানান, উপজেলার দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলামের ৫ তলা বাড়ির নিচ তলার রুমের ভেতরে সেফটিক ট্যাংকি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দেওয়াল ভেঙে পড়লে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়। আহত হয় ওই শিশুর মা লামিয়া। বিস্ফোরণে ভবনের দেয়াল ছিটকে পাশের টিনশেড ঘরে পরায় ওই ঘরে বসবাসরত ৪ মাসের অন্তঃস্বত্তা লাবনী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

সর্বশেষ সংবাদ