সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় গ্রুপের অন্তত ১২ জন। আহতদের মধ্যে জুলহাস (৫৫) ,বাবুল (৩০), জুলহাস (৪৫), হাতেম মোল্লা (৪৫), ফজলু (৪৫), মিছির আলী (৩৫) ও শাহজালাল (৪২)। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টেটাবিদ্ধ অবস্থায় হালিম প্রধান (৬২) নামে এক বৃদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয় মানিকপুর এলাকায় কালাম নামে এক ব্যক্তির দোকানের সামনে এই ঘটনা ঘটেছে। বিশনন্দী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য জুলহাস জানান, পূর্বশক্রার জেরে কবির হোসেন ও তার লোকজন তাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৮জন। তিনি আরও বলেন, খলিল নামে এক ব্যক্তির বসত ঘর ভাংচুর করা হয়।
অপরদিকে কবির হোসেন বলেন, মানিকপুর এলাকায় শাহীন সরকার নামে এক ব্যক্তির পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করতে গেলে পূর্বশক্রার জেরে আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ সময় হাতেম মোল্লার মাথা ফাটিয়ে দেয়া হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আমাদের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের এক ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন।
তিনি আরও বলেন, তবে আমাদের কোনো লোক কারোর বসত ঘর ভাংচুর করেনি। এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
সংঘর্ষের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম । তিনি বলেন ৩/৪ জন ব্যক্তি সংঘের্ষ আহত হয়েছে। তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।