সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে করোনাভাইরাসে প্রভাবে কর্মহীন ৩‘শতাধিক মানুষের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে। রবিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম ভূইয়ার উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের ৩‘শতাধিক কর্মহীন মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা রানা আহমেদ, আলমগীর মিয়া, মিজান, নুরে আলম, ছাত্রদল নেতা শরীফ, শামীম মিয়া সবুজ দেওয়ান।
প্রসঙ্গত চলমান করোনা দুয়োর্গে থেমে নেই রূপগঞ্জের সন্তান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি রূপগঞ্জের প্রতিটা ইউনিয়নে নিজস্ব তহবিল খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। অদৃশ্য দানব করোনাভাইরাস মোকাবেলায় তার বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।