সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিদের দাফন কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। হিন্দু সম্প্রদায়েরও কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মহিলা সদস্যও রয়েছে। শনিবার এ তথ্য সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি বলেন, কমিটির সদস্যবৃন্দ মৃতব্যক্তির ( নারী -পুরুষ উভয়) গোসল , জানাযা ও দাফন কার্য সম্পন্ন করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ কমিটি করা হয়েছে। এটা আগাম প্রস্তুতির অংশ । রূপগঞ্জ উপজেলা প্রশাসন মৃতদেহ সৎকারে সকল ধরণের সহযোগিতা করবে। ফোন করলেই প্রতিটি এলাকার কমিটির সদস্যরা হাজির হবে মৃতদেহ সৎকারের জন্য।
তারাব পৌরসভায় যারা দাফন করবে:-
মো: রিয়াজুল ইসলাম ( মৈকুলি জামে মসজিদ তারাব, ০১৮১৬১৫৬৩০০ ), খলিলুর রহমান ( তারাব বিশ্বরোড, ফকির কটন,০১৭৬৭৪৬২৫৫৭ ) ,রজব আলী ( প্রবনকুল জামে মসজিদ, ০১৭৮১২৭৯৭৮০ ) ,রাবেয়া বেগম ( তারাব , ০১৮২২ ০২৮৪০২ ) ,মাওলানা জসিম উদ্দিন (খাদুন কেন্দ্রী জামে মসজিদ , ০১৯১৪-৬২৬৫৮৬ ) মাওলানা রফিকুল ইসলাম ( বরাব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ০১৯১৫ ১৩৪৮৫৭ ) , মাওলানা ইউসুফ ( তারাব বিশ্বরোড জামে মসজিদ ) ,মাওলানা মোস্তাফিজুর রহমান ( বাগান বাড়ি জামে মসজিদ ,০১৭৬৪০৪৭৮০১ ) ।
কাঞ্চন পৌরসভা
মাওলানা রেদোয়ান (কেন্দুয়া জামে মসজিদ, ০১৯১৬৫৯৬৬৭৯ ) ,মাওলানা ওবায়দুল্লাহ ( বিরাব মধ্যপাড়া জামে মসজিদ-০১৯২০৮৭৩০৫৫), মাওলানা আমিনুল ইসলাম ( তারাইল শাহী জামে মসজিদ ,০১৭২২১৭২৪৯৯), মোস্তাফিজুর রহমান ( বাগানবাড়ী জামে মসজিদ ,০১৭৬৪০৪৭৮০১), মোছা: ফাতেমা ( তারাইল, ০১৭৬৪১২০৩১৯)।
দাউদপুর ইউনিয়নে যারা দাফন করবে
সোলাইমান ( কালনী, ০১৭২১ ৬৩৮৬৯০), রমজান মিয়া ( কালনী ০১৭৪ ২৯৩৭০৪১) , ইউসুফ মোল্লা ( গোবিন্দপুর, ০১৩০০৩১৫৭৫০)।
রূপগঞ্জ ইউনিয়ন
খলিলুর রহমান ( আলমপুর, ০১৭৩৪ ১১৩৬৯৫) , আব্বাস আলী ( জাঙ্গীর, ০১৬২০৬১৬১২৫), জামাল হোসেন ( জাঙ্গীর, ০১৭১৬৬৭৩৫৬৫)।
কায়েতপাড়া ইউনিয়ন
মাওলানা কামরুল ইসলাম ( কায়েতপাড়া, ০১৭২৪৯৫৪৪০৬) ,মাওলানা বজলুর রশিদ ( ০১৭১৪৪৩৬৭৭৭), আবু সালেহ ( কাশাইর জামে মসজিদ) ,আব্দুল কাদের ( পাড়াগাঁও ভুঁইয়া বাড়ি জামে মসজিদ, ০১৭৩৬ ৯৪৫৬০৯),
ভোলাব ইউনিয়ন
জোনায়েদ হোসেন ( পূর্বেরগাঁও জামে মসজিদ, ০১৮২২৫৫২০৪৫), আল-আমিন, সাদেকুর রহমান ( উত্তরপাড়া জামে মসজিদ, ০১৭২৫২৫০৬০)।
গোলাকান্দাইল ইউনিয়ন
মাওলানা মাহাবুব ( গোলাকান্দাইল, ০১৭২০-৬৭১৭৯৮) , আমিনুল ( সাওঘাট জামে মসজিদ, ০১৭৬৬৫৪৫৭২০), মাওলানা মাহফুজ ( সাওঘাট মাদ্রাসা, ০১৭৩৫৪৬৪৩১৪)।
ভূলতা ইউনিয়ন
লোকমান হোসাইন ( মর্তুজাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ ) , মাওলানা বেলাল হোসেন ( ০১৭৬২১৬১৪২০) , মাওলানা তাওহীদ ( ইমাম মীরকুটিরছেও, ০১৭৭৮৮৮৫৩৫৩)।
মুড়াপাড়া ইউনিয়ন
মাওলানা দেলোয়ার ( মঙ্গলখালী,০১৮২ ৯১১৯৬১৬) , ফিরোজ ভুইয়া ( মাহমুদাবাদ ০১৯৮৮৬৭৬২৭১) ,আব্দুর রহমান মোল্লা ( মাহমুদাবাদ, ০১৭৯৩৬০৭৮৪০ ), মাওলানা ইউসুফ ( মোহাতামিম- ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসা, ০১৯১৯ ৬৫৪৩১৫ ), মাওলানা হাবিবুর রহমান ( মঙ্গলখালি- বানিয়াদি ০১৭২০০৩২২৮৮) , খাদিজা বেগম ( হাওলীপাড়া ,মুড়াপাড়া ০১৮৭৮১৯৮২৮৩)।
রূপগঞ্জ উপজেলায় হিন্দু ব্যক্তিদের দাহ করবেন যারা
শুধারসু বিশ্বাস ( পিতা- মনোরঞ্জন বিশ্বাস, মোবা, ০১৮৪ ০০৪০৩৭২), হারাধন মন্ডল হারু( পিতা -মৃত দয়াল মন্ডল), রতন কুমার রায় ( পিতা- মৃত অজয় শংকর রায়) , রমন বিশ্বাস ( পিতা -হরিনারায়ণ বিশ্বাস) ,কৃষ্ণ বিশ্বাস( পিতা- মৃত নন্দরবাসী বিশ্বাস) , বিশ্বনাথ বিশ্বাস বিশা ( পিতা- মৃত জিতেন বিশ্বাস) ,চন্দ্র কিশোর বিশ্বাস চন্দ্রা( পিতা -মৃত অশ্বোরিশ বিশ্বাস) ,দেবী বিশ্বাস ( পিতা -মৃত তেপা বিশ্বাস) , রিপন বিশ্বাস ( পিতা -মৃত তুলসী বিশ্বাস) , সমর বিশ্বাস ( সাঠাল বিশ্বাস)।