আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লন্ডনে বসে নারায়ণগঞ্জে অর্থ পাঠাচ্ছে তারেক রহমান

সংবাদচর্চা রিপোর্ট:

একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করছেন। নেতাদের জন্য পাঠাচ্ছেন বিপুল পরিমাণ অর্থ। যা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার সহ কয়েকজন নেতাদের মাধ্যমে বিএনপির কর্মীদের কাছে পৌছে দেওয়া হচ্ছে। তারেক রহমান চিকিৎসার জন্য ১৩ বছর আগে ( ২০০৭) লন্ডনে চলে গেছেন।  সেখানে তার কোনো ইনকাম নেই বলে জানা গেছে বিভিন্ন সুত্রে। ইনকাম না থাকলে তারেক রহমান এত অর্থ কোথায় পাচ্ছে ? নারায়ণগঞ্জে আসছে তার অর্থ। বিষয়টি নারায়ণগঞ্জ প্রশাসনকে ক্ষতিয়ে দেখার দাবি জানিয়েছেন আওয়ামীলীগসহ সচেতন মহল। বিভিন্ন মামলার আসামীদের দেওয়া হচ্ছে সেই অর্থ। রূপগঞ্জ ,আড়াইহাজার ,সোনারগাঁ, সদর ,বন্দর ,ফতুল্লা ,সিদ্ধিরগঞ্জসহ প্রত্যেকটা এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী বিতরণ করছে। বিভিন্ন কৌশল অবম্বন করে তারেক রহমান অর্থ পাঠাচ্ছে। বিএনপির সমর্থকরা দাবি করছে এটা সাহায্য।

সর্বশেষ  ১ মে শুক্রবার  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে তারেক রহমানের দুইটি  খাম এসে পৌঁছেছে। ওই খামে নগদ অর্থ রয়েছে বলে গণমাধ্যম সুত্রে জানা গেছে। নারায়ণগঞ্জ বিএনপির নির্যাতিত দুই নেতার পরিবারকে খাম দুটি  দেয়া হচ্ছে।

অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার একটি সংবাদ মাধ্যমকে জানান, নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতার মধ্যে একজন হলেন আলী হোসেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক ছিলেন। তিনি গায়েবী মামলায় গ্রেফতার হয়ে জেলাখানায় বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন। তার চিকিৎসার ব্যাপারে আমি সিরিয়াসভাবে চেষ্টা করেছিলাম। কিন্তু জেল কর্তৃপক্ষ তার কোন চিকিৎসা করে নাই। তার পরিবারকে একটি খাম দেয়া হবে।

তৈমূর বলেন, ‘আমি এই খামটি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের কাছে পৌছিয়ে দিব। তিনি স্থানীয় নেতাকর্মীদেরকে নিয়ে আলী হোসেনের পরিবারের কাছে পৌছিয়ে দিবেন। ইতোমধ্যে তার পরিবারকে জানিয়ে দেয়া হয়েছে।’

অন্যজন হলেন বন্দরের মদনপুর এলাকার ইসমাইল হোসেন। তাকে গুম করা হয়েছিল। তার পরিবারকে একটি খাম দেয়া হবে। আমি এই খামটি নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি শামসুর রহমান খান বেনুর কাছে পৌছিয়ে দিবে। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ইসমাঈল হোসেনের পরিবারের কাছে পৌছিয়ে দিবেন। ইতোমধ্যে তার পরিবারকে জানিয়ে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করছে । জনসমাগম করতে প্রশাসন নিষেধ করেছেন। নেতাকর্মীদের জড়ো করে অর্থ বিতরণ করছে বিএনপি। সম্প্রতি আড়াইহাজারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করেছে। সেখানে অনেক লোকের সমাগম হয়েছিলো। তারপর থেকে আড়াইহাজারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে।