আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা স্বপন কারাগারে

মাজহারুল ইসলাম : নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শহিদুর রহমান স্বপনকে বিষ্ফোরক মামলার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শহীদুর রহমান স্বপনের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সোনারগাঁ থানার একটি বিষ্ফোরক মামলায় যুবদল নেতা শহিদুর রহমান স্বপন দুধবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন। জামিনের আবেদন করলেও আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান মামলা প্রত্যাহার করে যুবদল নেতার নি:শর্ত মুক্তির দাবি জানান।